থাইল্যান্ডে নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু

থাইল্যান্ডে নৌকাডুবিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ব্যাংককের ৮০ কিলোমিটার উত্তরে চাও ফ্রায়া নদীতে একটি ব্রিজের সঙ্গে ধাক্কায় নৌকাটি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির দুর্যোগ বিভাগের প্রধান জানান, এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছে। ১শ’ ৫০ জন যাত্রীবাহী দ্বিতল ওই নৌকাটি একটি জাহাজকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনার মুখোমুখি হয় বলে জানান তিনি।
এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ থাকায় তাদের সন্ধানে অভিযান চলছে। আহতদের দ্রুত হাসপাতালেও নেয়া হলেও নৌকাটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।
দুর্ঘটনায় হতাহতরা মুসলিম ধর্মাবলম্বী এবং একটি উৎসবে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে রয়টার্স। যান-বাহনের দ্রুতগতির কারণে থাইল্যান্ডে প্রায়ই সড়ক ও নৌপথে দুর্ঘটনার খবর পাওয়া যায়।