অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল ৬ ব্যক্তির লাশ!

2
.

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট থেকে ৬ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো খায়রুজ্জামান।

এছাড়া ২ ব্যক্তিকে জীবিতও উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।

ওসি (তদন্ত) জানান, রাতে দায়িত্ব পালন করা বিচ কর্মীরা কয়েকটি মরদেহ ভেসে আসার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে আসে।

তিনি আরও জানান, তীরে একটি ছোট নৌকা ভেসে এসেছে। এর মধ্যে একটি মাছ ধরার জাল পাওয়া গেছে। এতে মনে করা হচ্ছে নিহতরা জেলে হতে পারে। তাদের পরিচয় জানতে জোর তৎপরতা চলছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফখরুল জানান, আজ ভোরের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙাচোরা ওই মাছ ধরার ট্রলারটি ভেসে আসার খবর পাওয়া যায়। পরে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রলারের আশপাশ থেকে ভাসমান অবস্থায় চারজন ও ট্রলারের পাটাতনের ওপর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।

এএসপি ফখরুল বলেন, ‘ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

২ মন্তব্য
  1. জিয়া চৌধুরী বলেছেন

    শৃগাল পয়েন্ট?

    1. Latiful Hoque Chy বলেছেন

      জিয়া চৌধুরী সীগাল পয়েন্ট