অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাঁপাই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

1
.

চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গরুর রাখাল।

নিহতের নাম দুলাল। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামের শফিকের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার গভীর রাতে দুলালসহ ৪-৫ জনের একটি দল কিরনগঞ্জ সীমান্তের ১৭৮নং মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় দুলাল গুরুতর আহত হন। পরে সহযোগীরা দুলালকে আহতাবস্থায় নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।

এ সময় সহযোগীরা ভারতীয় ভূখণ্ডেই দুলালের লাশ ফেলে পালিয়ে আসেন। সকালেও দুলালের লাশ সীমান্ত থেকে প্রায় ১শ গজ দূরে ভারতের অভ্যন্তরে পড়ে ছিল।

বিএসএফের গুলিতে দুলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড সদস্য কফিল উদ্দিন আহম্মেদ।

১ টি মন্তব্য
  1. নাজমুল চাঁটগাঁইয়া বলেছেন

    তো কি হইসে?
    ওরা মাঝে মাঝে প্র্যাক্টিস না করলে ভোতা হয়ে যাবে তো