অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নাসিরাবাদে গার্মেন্টসে আগুন, নামতে গিয়ে ১২ নারী শ্রমিক আহত

0
.

চট্টগ্রাম মহানগরের নাসিরাবাদ এলাকায় একটি পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১২ নারী শ্রমিক আহত হয়েছে।

আজ বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বেবি সুপার মার্কেট এলাকায় এমএস গার্মেন্টসের ৩য় তলায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সকালে এমএস গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১২ গার্মেন্টসকর্মী আহত হয়েছেন। পরে আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণ করে ফেলা হয়।

আহতদের মধ্যে কয়েকজনের হলেন- ঝরনা (১৮),শারমিন আক্তার (২৪), দুলালী (২৫), সালমা বেগম (২৫), লীজা (১৮), সাজিদা (২৫), লিজা আক্তার (১৭), লিপি দাস (৩২), রুনাপ্রু মারমা (২৪), লিপি বেগম (২২) রেহেনা (৩২) ও স্বপ্না (১৯)।

তবে চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, আগুন তেমন ছড়াতে পারেনি। তার আগেই গার্মেমেন্টস কর্মীরা তা নিভিয়ে ফেলেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গার্মেন্টসে আগুন লাগার পর আতঙ্কে তড়িগড়ি করে নিচে নামতে গিয়ে ১২জন কর্মী সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।