অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাঁটলে হাঁটুন সকালেই

0
.

সকালে মাত্র ৩০মিনিট হাঁটলেই বদলে যেতে পারে জীবন। এই ফুরফুরে আবহাওয়ায় ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটাহাটির অভ্যাসটা করে নেওয়ার এখনই সময়।

এতে আপনি শুধু ঝরঝরে অনুভব করবেন, তা নয়। স্বাস্থ্যগত অনেক উপকারিতা আছে প্রাতঃভ্রমণের। বলা হয়ে থাকে সকালে ৩০মিনিট হাঁটা দুই ঘণ্টা জিম করার সমান। কিন্তু শুধু সকালেই হাঁটতে হবে কেন? আসুন এক ঝলক দেখে নেওয়া যাক-

• ডায়াবেটিসের ঝুঁকি কমায়
• হার্ট শক্তিশালী রাখে
• ওজন কমাতে সাহায্য করে
• আর্থ্রাইটিস ও অস্টিওপোরোসিস দূর করে
• স্ট্রোক প্রতিরোধ করে
• কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে
• ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এবং এটি প্রতিরোধ করে
• মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে
• শরীরের গঠন উন্নত করে
• গর্ভপাতের ঝুঁকি কমায়
• পরিপাকতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে
• ডিমেনশিয়া ও আলঝেইমার প্রতিরোধ করে
• ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে
• ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত করে।
• শারীরিক শক্তি বাড়ায়।

এতো কিছু জানার পর নিশ্চয় কাল সকাল থেকে বিছানায় থাকবেন না, হাঁটা শুরু করবেন।