অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পোশাকের গলার কাট কেমন হবে!

0
.

পোশাক টেইলার্সে তৈরি করিয়ে নিলেই সব থেকে ভালো ফিট করে। খুব শখ করে কাপড় কেনার পরে টেইলার্সে গিয়ে মেয়েরা সব থেকে সিদ্ধান্তহীনতায় থাকেন গলার কাট ও ডিজাইন নিয়ে।

পোশাক বানানোর সময় কিছু বিষয় লক্ষ্য রাখুন:

মুখাকৃতির ওপর নির্ভর করে পোশাকের কলার কেমন মানাবে। যেমন গোলাকার মুখে খোলা ধরনের নেক লাইন বেশ মানায়। চৌকোনা, বোট, ডিপ ভি নেক লাইন গোলাকৃতি মুখের জন্য আদর্শ। গোল মুখে হাই নেক পরলে মুখের আকৃতি আরও গোল দেখায়, তাই এড়িয়ে যাওয়াই ভালো।

চৌকোণা মুখ হলে ডিপ গোলাকার কাট ভালো দেখায়। হল্টার নেক কিংবা ইউ শেপের নেক লাইনও পরতে পারেন।

লম্বা মুখে গোল গলার পোশাক সবচেয়ে বেশি মানানসই। ইউ নেক লাইনও এ ধরনের মুখের লুকে আনবে পরিবর্তন। আপনাকে এড়িয়ে যেতে হবে ভি শেপ।

থুঁতনির আকার ছোট হলে আপনার পানপাতা মুখ। চৌকোনা নেক লাইন ও ইউ শেপের নেক পরতে পারেন নিশ্চিন্তে।

ডিম্বাকৃতি মুখ? নিজেকে ভাগ্যবান ভাবুন। কারণ এ ধরনের মুখাকৃতিকে বলা হয় আদর্শ মুখাকৃতি। হাই-লো-ডিপ- ভি শেপ যেকোনো ডিজাইন আপনার সঙ্গে সুন্দর মানিয়ে যাবে।