অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সেলফি উৎসব না ঝড়!

0
.

শুধু-শুধুই হোক বা কোনো অনুষ্ঠান, সব উপলক্ষই এখন শেষ হয় সেলফি উৎসব দিয়ে।

মনে হয় কোনো অনুষ্ঠানে গিয়ে ভালো একটা সেলফি না হলে যেনো অপূর্ণ থেকে যায় পুরো আনন্দ উপভোগ। সুন্দর সব মুহূর্তকে ফ্রেমে ধরে রাখতে না পারার বা সামাজিক যোগাযোগের মাধ্যমে না দিতে পারার দুঃখটাও মনে থেকে যায় দীর্ঘদিন।

সেলফি তোলার এই প্রবণতা নিয়ে বেশ গবেষণাও চলছে, কেন এত আগ্রহ আসলে? সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলে সেলফি অত্যন্ত সমৃদ্ধ তথ্যের উৎস হতে পারে বলে মানছেন গবেষকরা।
গবেষকরা দেখেছেন, সেলফি থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষের ধারণা পাওয়া যায়। বিভিন্ন শহরের সাংস্কৃতিক পার্থক্যও সহজে জানা যায়।

আসুন জেনে নেই সেলফি তোলার কিছু টিপস্:

• সেলফি তোলার সময় লক্ষ্য রাখুন যেন পর্যাপ্ত আলো থাকে

• পরিমিত মেকআপ করুন

• সকালে প্রকৃতির আলোয় সব থেকে সুন্দর সেলফি হয়

• সবসময় ফোনসেটটি ওপরের দিকে ধরুন, এতে সেলফিতে আপনাকে অনেক স্লিম লাগবে

• সেলফি তোলার সময় অবশ্যই খেয়াল রাখুন, ঘরের যে জায়গাগুলো ফ্রেমে আসে সেগুলো যেন পরিষ্কার ও গোছানো থাকে

• ঘরের বাইরে দিনের বেলায় সেলফি তুলতে সানগ্লাস ব্যবহার করুন, অনেক বেশি স্টাইলিস্ট লাগবে

• সেলফিতে সাবলীল ও প্রাণবন্ত হাসি দিন

• ঠোঁটে একটু গাঢ় টোনের লিপস্টিক ব্যবহার করুন, এতে সেলফিতে দিপ্তীময় হাসি নিয়ে আসতে পারে

• একইভাবে কয়েকটি সেলফি তুলুন, এরপর যেটি ভালো লাগে, রেখে অন্যগুলো মুছে নিন

• প্রতিটি ছবির জন্য ফ্রেমিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর চোখের চারপাশে ফ্রেমিং করতে পারলে বেশ সুন্দর সেলফি তোলা সম্ভব।

সেলফি তোলায় কোনো মানা নেই, তবে অবশ্যই পরিবেশটা বুঝে নিতে হবে।