অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জানাজায় হামলার ঘটনায় উল্টো জামায়াত শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগে মামলা

23
.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর শ্বশুর মাওলানা মুমিনুল হক চৌধুরীর জানাজায় হামলার ঘটনায় উল্টো জামায়াত শিবিরের ৩১ জন নেতাকর্মীকে আসামী করে মামলা করেছে ছাত্রলীগ।

শনিবার (২২ জুন) রাতে মো. রাজু নামে কলেজ ছাত্রলীগেরে এক কর্মী বাদি হয়ে এ মামলাটি করেন। মামলায় আরো অজ্ঞাতনামা ৮০/৯০ জনকে আসামী দেখানো হয়েছে।

সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে জানাজাকে কেন্দ্র করে শিবির ছাত্রলীগের থাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রলীগের কর্মী মো. রাজু বাদি হয়ে ৩১ জনের নাম উল্লেখসহ এবং ৮০/৯০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গতকাল ভোরে জামায়াত নেতা মোমিনুল হক চৌধুরী মারা গেলে নগরীর প্যারেড মাঠে জানজার আয়োজন করে জামায়াত শিবির।

জানাজায় শরীক হতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা বেলা দেড়টার দিকে প্যারেড মাঠে জড়ো হয়। জানাজা শুরু আগ মূহর্তে চট্টগ্রাম কলেজ থেকে ছাত্রলীগের একটি মিছিল নিয়ে জানাজার দিকে এগুতে থাকলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বাধার কারণে ছাত্রলীগ মাঠে প্রবেশ করতে না পারলেও জানাজায় অংশগ্রহনকারী মুসল্লিদের লক্ষ্য করে ছাত্রলীগ ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষহয়। এতে উভয় পক্ষের অন্তত ৭/৮জন আহত হয়।

* প্যারেড মাঠে মোমিনুল হক চৌধুরীর জানাজায় ছাত্রলীগের হামলার অভিযোগ

 

২৩ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন
  2. Alim Uddin বলেছেন

    একেই বলে মঘের মুল্লুক৷

    1. S M Farukhi Azam বলেছেন

      Alim Uddin কিসের মগের মুল্লুক ভাই? যেমন কর্ম তেমন ফল। আজ আওয়ামীলীগের রাজনীতি, ক্ষমতা সবতো জামায়াতের সহজোগিতার ফসল, ভুলে গেছেন এতো তারাতারি ইতিহাস?

    2. Alim Uddin বলেছেন

      S M Farukhi Azam মৃত মানুষের জানাজায় হামলা কে আপনি সাপোর্ট করেন?

    3. S M Farukhi Azam বলেছেন

      Alim Uddin না, মাওঃ মুমিনুল হক্ব সাহেব ওনার জানাজায় হামলা করার বীজ জিবিত থাকতেই রোপন করে দিয়েছিলো। এখন আমরা সর্মতন করলেই বা কি? না করলেই বা কি?

    4. Alim Uddin বলেছেন

      S M Farukhi Azam কি বিজ রোপন করে গিয়েছিল যে তাকে জানাজাতে বাধা দিতে হলো?

    5. S M Farukhi Azam বলেছেন

      Alim Uddin কেনো আপনি জানেন না?

    6. Alim Uddin বলেছেন

      না, জানলে কি আর জিজ্ঞেস করতাম৷

    7. S M Farukhi Azam বলেছেন

      Alim Uddin একবার না, দু বার না, তিন তিন বার বীজ রোপন করেছে।

    8. Alim Uddin বলেছেন

      S M Farukhi Azam বিস্তারিত জানালে উপকৃত হব৷

    9. S M Farukhi Azam বলেছেন

      ১৯৮৬ তে আওয়ামীলীগকে সমর্তন দিয়ে, ১৯৮৮ তে আওয়ামীলীগকে সমর্তন দিয়ে, সর্বশেষ ১৯৯৫/৯৬ তে আওয়ামীলীগকে সমর্তন দিয়েছিলো, এতো তারাতারি ভুলে গেলেন?

    10. S M Farukhi Azam বলেছেন

      Alim Uddin

    11. Alim Uddin বলেছেন

      S M Farukhi Azam আমি রাজনীতি করি না তাই এগুলো সম্পর্কে জানিনা৷

    12. Alim Uddin বলেছেন

      S M Farukhi Azam তাহলে তো মঘের মুল্লুক বলে খারাপ করিনাই৷

    13. S M Farukhi Azam বলেছেন

      Alim Uddin যেই আওয়ামীলীগ ২১ বৎসর ক্ষমতার বাহিরে ছিলো, রাজনীতি করতে খবর হয়ে গিয়েছিলো, সেই আওয়ামীলীগকে কিন্তু এই মাঃলানারাই রাজনীতি আর ক্ষমতাই বসার সুজুগ দিয়েছে, পাপে বাপেরে ছারে না। তার সর্বশেষ ফলাফল জানাজায় হামলা। হয়তো ভবিস্যতে আরো অনেক কিছু দেখবো।

    14. S M Farukhi Azam বলেছেন

      Alim Uddin মগের মুল্লুক করার ব্যাবস্তাতো মাঃ মুমিনুল হক্ব সাহেবরাই করে দিছে।

  3. Md Shahajahan বলেছেন

    কোন শেষকৃত্য অনুস্টানে কোন মুসলিম এভাবে ইটপাটকেল নিক্ষেপ করলে ঘঠনা কি দাড়াতো?

  4. Ali Akkas বলেছেন

    ভাই জোর যার মুল্লুগ তাঁর!

    1. S M Farukhi Azam বলেছেন

      Ali Akkas যেমন কর্ম তেমন ফল

    2. Ali Akkas বলেছেন

      S M Farukhi Azam এখানে কর্মের কিছূই নেই! ফলেরও কিছু নেই! আছে শুধু বাহুবল,ক্ষমতাদাপট,অসভ্যতা আর দাম্ভিকতার!

    3. S M Farukhi Azam বলেছেন

      Ali Akkas এই বাহুবল, ক্ষমতা সব তো মাওঃ মুমিনুল হক্ব সাহেব গংদের কর্মের ফসল

  5. Kayum Abdullah Al বলেছেন

    জানাজাতো জামাতের,
    ছাত্রলীগ সেখানে গেছিল কেন?