অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চকবাজার থেকে দুই ভুয়া পুলিশ গ্রেফতার

0
.

পুলিশের চাকুরী দেয়ার নামে প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই ভুয়া পুলিশ।  গতকাল শুক্রবার নগরীর চকবাজার থানার চকবাজার গুলজার টাওয়ারের সামনে থেকে তাদেও গ্রেফতার করা হয়েছে।

তারা হল- হাটহাজারীর ভবানীপুে ডাক্তার বাড়ির সুকেন্দ বিকাশ দাশের পুত্র চিরঞ্জিব দাশ প্রকাশ রঞ্জিব (৫৬) ও কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার আলতাফ হোসেনের ছেলে দুলাল আহম্মেদ ছদ্মনাম পুলিশের আর.ও শাহ আলম (৫৫)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে চকবাজার গোলজার টাওয়ারের সামনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুই ভুয়া পুলিশকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে- গ্রেফতারকৃত দুজনসহ পলাতক দুইজন পরস্পর যোগসাজসে একেক সময়ে একেক সরকারী উধ্বর্তন কর্মকর্তার নাম ধারণ করে এসআই/কনস্টেবল ও বিভিন্ন সরকারী অফিসে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন চাকুরী প্রার্থীদের কাছ থেকে মোটা অংকে টাকা গ্রহন করে প্রতারণা করে আসছিল। তাদের প্রতারণার স্বীকারে অনেক মেধাবী ছাত্র/ছাত্রী ও তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে।