অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে ঈদুল আযহা

2

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

khagrachari-picture-13-09-2016
খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে সারাদেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায়ও উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদ-উল-আযহা পালিত হচ্ছে।

সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এবং পুলিশ মো: মজিদ আলীসহ রাজনীতিক-জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন। অপর দিকে পুরাতন পুলিশ লাইন জামে মসজিদে নামাজ আদায় করেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

জামাত শেষে পারস্পরিক উষ্ণ কোলাকুলির মধ্য দিয়ে উৎসব আনন্দ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। জামাতের পর পরই শুরু হয় পশু কুরবানী।

এছাড়া জেলা শহরের শালবন মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, গাউছিয়া মসজিদ, শান্তিনগর মসজিদ, কুমিল্লাটিলা জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ-এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জেলার দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা,মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

২ মন্তব্য
  1. M Rafiqul Islam বলেছেন

    এটা কোভ বাল দিক খাগরাচডির মানুষ মাটির সাতে আমার রিদযের
    আত্তার আত্যিয সেই চোট বেলার
    কতা চিংগী নদির সাতার কাটা সেই
    কেলার সাতি গুলা কে কোতাই আচে
    জানি না ৩৫বৎসরের দীরঘ দূরথ হয়ে
    গেল জানি না তাদের সাতে জিবনে দেখা হবে কিনা জানি না জিবন এমন একটা ঝুদ্দের ময়দান কখন শেষ হয়ে
    জাবে নিজেও বুজি না

  2. M Rafiqul Islam বলেছেন

    সাইফুল ভাই আপনার বাডি খাগরাচডি
    নাকি আমার বাডি রাঈুনিয়া চট্রগ্রাম
    আমি দেশের বাইরে তাকি আবুধাবি
    মোচ্চাফা বিএনপির সুনিয়র সহ সভাপতি