চট্টগ্রামে ঈদ জামাতের নিরাপত্তা ও চামড়া সন্ত্রাস ঠেকাতে প্রস্তুত প্রশাসন

ঈদুল আজহাকে ঘিরে বন্দর নগরী চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে চামড়া ছিনতাই ও পাচাররোধ এবং ঈ; জামাত নির্বিগ্ন করতে নেয়া হয়েছে এ বিশেষ ব্যবস্থা। এ ছাড়া নগরবাসীকে কোনো ধরনের গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, নগরের প্রবেশপথ অক্সিজেন মোড়, সিটি গেট, কাপ্তাই রাস্তার মাথা ও নতুন ব্রিজ এলাকায় পুলিশের বিশেষ দল থাকবে। কোনো ধরনের গুজবে আতঙ্কিত না হতে নগরবাসীকে পরামর্শ দিয়েছেন তিনি।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বলেন, ঈদুল আজহাকে ঘিরে নগর ও জেলায় র্যাবের বিশেষ দল মাঠে থাকবে। পতেঙ্গা সমুদ্রসৈকতসহ পর্যটন স্পটগুলোতেও র্যাবের টহল থাকবে।