অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জামিনে মুক্ত মহিউদ্দিন সোহেল হত্যার প্রধান আসামী আ’লীগ নেতা সাবের সওদাগর

0
.

নগরীর পাহাড়তলী বাজারে প্রকাশ্য দিবালোকে গণপিটুনী দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা ও সরাইপাড়া ওয়ার্ড কাউন্সির সাবের আহমদ সওদাগর জামিনে মুক্তিপেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন।

বৃহস্পতিবারর সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

এর আগে দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেনের আদালত মিছ মামলার মূলে সাবেরকে জামিন দেন বলে তার আইনজীবিরা জানান।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির উদ্দিন বলেন, আদালত সাবের আহম্মদকে জামিন দিয়েছে। বিকালে তার জামিনের কাগজপত্র কারাগারে আসার পর আমরা যাচাই বাছাই করে সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

আদালত সুত্রে জানাগেছে, সাবের আহমদ উচ্চ আদালত থেকে একমাসের অন্তবর্তিকালীন জামিনে ছিলেন। তাকে এক মাসের মধ্যে নিম্ম আদালতে হাজির হয়ে জামিন নিতে নির্দেশ দেয় উচ্চ আদালত। এক মাসের সে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে ২৮ মে চট্টগ্রামের মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য শুনার পর সাবেরের জামিনে আবেদন বাতিল করে কারাগারে পাঠায়।

*মহিউদ্দিন সোহেল হত্যাঃ আ’লীগ নেতা সাবেরকে কারাগারে প্রেরণ

* পাহাড়তলীতে সোহেল হত্যাঃ আ’লীগ নেতা সাবের ও জাপা নেতা ওসমানসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা