অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে টমেটোর রসের ব্যবহার

0
.

ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে টেমেটোর রস খুব উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখে। এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল করতে টেমেটোর রস ব্যবহারের উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

যা লাগবে

১. এক টেবিল চামচ টমেটোর রস

২. এক টেবিল চামচ মুলতানি মাটি

৩. সামান্য গোলাপ জল

মুলতানি মাটি ত্বক থেকে ময়লা দূর করে এবং বাড়তি তেল কমায়। এটি ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে কাজ করে। গোলাপ জলের মধ্যে রয়েছে অ্যাসট্রিজেন্ট উপাদান। এটি ত্বককে ভালো রাখতে উপকারী।

যেভাবে তৈরি করবেন

১. একটি পাত্রের মধ্যে মুলতানি মাটি নিন।

২. এর মধ্যে টমেটোর রস ও গোলাপ জল দিয়ে ভালোভাবে মেশান।

৩. এবার মিশ্রণটি মুখে মাখুন।

৪. ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করতে সপ্তাহে দুই থেকে তিন দিন এ পদ্ধতি অনুসরণ করুন।