
গাজীপুরের টঙ্গীতে বিসিক শিল্প নগরীর ট্যাম্পাকো প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ ও ভবন ধসের ঘটনায় মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়।
বিধ্বস্ত ভবনে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। বিধ্বস্ত ভবন থেকে এখনো হালকা ধোঁয়া বের হচ্ছে।
এর আগে রোববার রাতে উদ্ধারকাজে অংশ নিতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক।
শনিবার ২৫ জনের পর পরদিন বিকেলে আরও ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।এ নিয়ে মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।
এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন। শনিবার ভোরে আগুন লাগার পর দিনভর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, ভবনের ভেতর কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।