অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দুই জাহাজের সংর্ঘষঃ ৩ ঘন্টার পর বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক

0
.

চট্টগ্রাম বন্দর চ্যানেলের মুখে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষের কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে জাহাজ চলাচল।

ফিডার জাহাজের সঙ্গে তেলের ট্যাংকারের সংঘর্ষের কারণে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এ সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বন্দর সচিব ওমর ফারুক জানান, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে হচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংর্ঘষের কারণে দুই জাহাজের সামনের অংশ পরস্পরের সঙ্গে আটকে যায়। বন্দর কর্তৃপক্ষ পাঁচটি টাগবোট দিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজ দুটোকে আলাদা করার পর নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়ার পর। বেলা সাড়ে ১২টার দিকে বন্দর চ্যানেল স্বাভাবিক হয়।

এদিকে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।