
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পদক যাদুঘর থেকে প্রত্যাহার করে সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে মহানায়ক জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র করছে।
তিনি আজ শনিবার সকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পদক যাদুঘর থেকে প্রত্যাহার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
এর আগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হলে মুল সড়কে উঠার আগে পুলিশের বাধার মুখে পড়ে। পরে কলাবাগান এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরী মারমা ও সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরী,যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী,,সহ-সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।