টঙ্গীর কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন: নিহত ১৭ (ভিডিওসহ)

গাজীপুর জেলার টঙ্গী বিসিক শিল্প নগরীর প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে নারীসহ ১৭ জন নিহত হয়েছেন। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।
শনিবার সকাল ছয়টার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আগুন লাগার কারণ জানা যায়নি। আহতেরা টঙ্গী ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, বিসিক নগরীর ট্যাম্পাকো নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর, টঙ্গী, কুর্মিটোলা, মরপুর, উত্তরাসহ আশপাশের ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ মিয়া জানান, এ পর্যন্ত অগ্নিকাণ্ডে ১৭ নিহত ও ৪১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ গুলো টঙ্গী জেনারেল হাসপাতালে রয়েছে।
টঙ্গী বিসিক শিল্প নগরীর প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে আগুনের ভয়াবহতা ভিড়িও দেখুন