অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে তেলবাহি ট্রাকের আগুন, ব্যবসায়ির মৃত্যু

0
untitled-2
ফাইল ছবি।

চট্টগ্রামের ফটিকছড়িতে তেলবাহি ট্রাকে আগুনে লেগে এক ব্যবসায়ি নিহত হয়েছে। তার নাম শহীদুল ইসলাম (৪৬)। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ভূজপুর শান্তিরহাট বাজারে এঘটনা ঘটে। এ সময় তিনটি দোকান ও ২ টি মোটর সাইকেল পুড়ে যায়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী এখবর নিশ্চিত করে বলেন, শহীদুল ইসলাম আগুনে পুড়ে মারা যান নি। নিজের ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যেতে দেখে তিনি হার্ট এ্যার্টাক হয়ে মারা যান।

স্থানীয় ব্যবসায়ী বেলাল জানান, শান্তিরহাট বাজারের বড়ইতলী রাস্তায় ইমু স্টোরে পিকআপ থেকে জ্বালানী তেল নামানোর সময়
তেলের ড্রামের মুখ খোলা অবস্থায় পিকআপের হেলপার সিগারেট জ্বালায়। এসময় মুহুর্তেই গাড়ীতে  এবং উক্ত তেলের দোকানে আগুন ধরে যায়।

আগুনে ইমু স্টোর, তাজমহল স্বর্ণ শিল্পালয় ও শহীদের হার্ডওয়ার্ড দোকানে সামনের অংশ, ২ টি মোটর সাইকেল  ভস্মিভুত হয়। ঘটনাস্থলে নিজের দোকান আগুনে পুড়ে যেতে দেখে আতংকিত হয়ে স্ট্রোক করে মারা যান ব্যবসায়ী শহীদ।

দাঁতমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জানে আলম জানান, অসাবধানতার কারণে তেলের গাড়ী থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং ব্যবসায়ির মৃত্যু হয়েছে। দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ অর্ধদগ্ধ পিকআপটি আটক করেছে।