অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খুলে দেয়া হলো উত্তরা আড়ং, জরিমানা করা সেই কর্মকর্তাকে তাৎক্ষনিক বদলী

13
.

অতিরিক্ত মূল্য ও প্রতারণার অভিযোগে বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার খুলে দেওয়া হয়েছে রাজধানীর উত্তরার আড়ংয়ের আউটলেটটি। এর আগে পাঞ্জাবি দ্বিগুণ দামে বিক্রির দায়ে আউটলেটটি সোমবার (৩ জুন) বন্ধ করে দেয়া হয়।

আউটলেটটি খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সোমবার রাত ৮টার দিকে আউটলেটটি খুলে দেয়া হয়েছে।

শুধু তাই নয়, জরিমানা করা এবং বন্ধের নির্দেশ দেয়া সেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে রাতে দেয়া এক আদেশে খুলনায় বদলী করা হয়েছে।

প্রসঙ্গত, মোহাম্মদ ইব্রাহীম হোসেন নামের এক ব্যক্তি সম্প্রতি অভিযোগ করেন, আড়ংয়ের উত্তরা আউটলেটে ৭৩০ টাকা দামের পাঞ্জাবি এক সপ্তাহ পর ১৩০৭ টাকায় বিক্রি হচ্ছে। এরপর সোমবার দুপুরে উত্তরা আড়ংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগের প্রমাণ পেয়ে আউটলেটটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়।

১৩ মন্তব্য
  1. Mohammad Shahed বলেছেন

    নাম নাকি স্যার ফজলে হাসান আবেদ কাম কিন্তু নগদ,গণ পকেট কাটা বন্ধ করতে চাওয়ায় যতসব বিপদ বন্ধের দিনে কয়েক ঘন্টার ভিতর বদলীর আদেশ ! পাবলিকের গলায় চুরি চালিয়ে এত ক্ষমতা নিয়ে ঘুমান কত ঘন্টা ?

  2. Jahed Monju বলেছেন

    এই নিউজের তথ্যই বুজতে পারলাম এসব ভাম্রমান আদালতের অভিযান ফভিযান লোক দেখানো।
    আজ থেকে সরকারের উপর সম্পুর্ন আস্থা উঠে গেছে।

  3. আসাদুজ্জামান শাওন বলেছেন

    হেরে গেলো বাংলাদেশ,
    জিতে গেলো আড়ং

  4. মোঃ শমশীর আহমদ বলেছেন

    চুর ধরলে সমস্যা নাই ডাকাত ধরলে চাকরি হারাবে।

  5. Razzak Khan Masud বলেছেন

    আমরা মগের মুল্লুকে বাস করছি

  6. Khorshedul Alam বলেছেন

    আড়ংয়ে অভিযান চালানো ম্যাজিস্ট্রেটকে বদলি করা হলো ‘জনস্বার্থে’!

    তাহলে ধরে নিতে হবে-—
    আড়ংয়ে সাতশ ত্রিশ টাকার পাঞ্জাবি দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে ‘জনস্বার্থে’!

    বন্ধ আউটলেটটি ঘণ্টা কয়েক পরই আবার খুলে দেয়া হয়েছে ‘জনস্বার্থে’!

    একজন সৎ ও সাহসী সরকারী কর্মকর্তাকে সৎ কাজের বিনিময়ে শাস্তি দেয়া হয়েছে ‘জনস্বার্থে’!

    অবিশ্বাস্য দ্রুতগতিতে কয়েক ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারী করে দন্ডদান সম্পন্ন করা হয়েছে ‘জনস্বার্থে’!

    ভবিষ্যতে এই অভাগা দেশের পক্ষে ভালো কাজে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ‘জনস্বার্থে’!

    অপরাধী জয়ী হয়েছে ‘জনস্বার্থে’!
    অপরাধের বিচারক শাস্তি পেয়েছে ‘জনস্বার্থে’!

    আর এই ‘জনস্বার্থটা’ আসলে ‘কোন-সে-জনের’ স্বার্থে?😨😰
    Coppied:

  7. Monir Ahmed বলেছেন

    অন্যায়ের সঙ্গী হও তাহলেই তুমি হবে সুখী।ন্যায়ের পথে চললে পাঁয়ের নিচে মাটিও থাকবে না।
    বাংলাদেশের রীতিটাই এখন এমন হয়ে গিয়েছে।কি আজব দেশ!!!!

  8. Jahangir Hussain বলেছেন

    চুরি করলে নো সমস্যা
    চোর বল্লে সমস্যা।
    দিস ইজ বাংলাদেশ। 😥😥😥

  9. Ivloo Ctg বলেছেন

    বাংলাদেশ বলে কথা😡

  10. Md Salim বলেছেন

    চোরের যে খমতা বেশি সেইটা আবার প্রমান হলো
    আসুন আমরা আড়ংকে বজন করি

  11. H Suhel Ahmed বলেছেন

    কেনাকাটা বয়কট করুন,তবে শোরুম বয়কট কইরেন না৷ তাদের কাছে যান পোশাক গুলো নেড়েচেড়ে দেখেন৷ এসির হাওয়া গায়ে লাগান৷ কর্মচারীদের বিরক্ত করুন৷ ভেতর থেকে আরো কালেকশন বের করতে বলুন৷ সেইগুলার ও খুঁটিনাটি দেখুন তারপর হঠাৎ করে দোকানের নামের দিকে তাকান৷ অনেকখানি অবাক হয়ে বলুন ওরে ছিইইই এইটা আড়ং??? সাথে যে বা যারা থাকবে তাদের বলবেন এইটা তো আড়ং,চল চল চল!!!!!
    যত পারেন জ্বালাইতে থাকেন,দোকান থেকে বের হয়ে দেখবেন প্রচুর আনন্দ পাইছেন।

  12. Mohammad Salahuddin Sanny বলেছেন

    Tahole Bujha Jasse, Sarkarer Cheye Adong Er Hedam Beshi.

  13. Saif All Shahriar বলেছেন

    কত টাকা খাইছো মামা