অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেশের বেশিরভাগ জনগোষ্ঠীর মধ্যে ঈদের আনন্দ নেই

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেছেন, বাজারে নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের ঈদের আনন্দ মলিন হয়ে যাচ্ছে। সরকারের ব্যর্থতায় বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে বিএনপি নেতামকর্মীরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বিএনপি নেতামকর্মীরা সবসময় গরিব অসহায়দের সাথে ছিলো। বিএনপি সরকারের আমলে নিত্যপণ্যের দাম ছিলো সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া গরিব এতিম ও অসহায় মানুষদের পাশে ছিলো বলেই আজ তাকে সাধারণ মানুষদের কাছ থেকে দূরে সরাতে কারাবন্দি করে রাখা হয়েছে।

তিনি আজ ৩ জুন সোমবার বিকালে বায়েজিদ থানাস্থ আলোকিত নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংস্থার সভানেত্রী ও পাঁচলাইশ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া বেগম রাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সুফিয়ান বলেন, দেশের বেশিরভাগ জনগোষ্ঠীর মধ্যে ঈদের আনন্দ নেই। বর্তমান সরকারের দুঃশাসনের কবলে পড়েছে দেশের মানুষ। মানুষের পকেটে টাকা না থাকায় মার্কেটগুলো প্রায় ফাঁকা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের কারণে তাদের মনে ঈদ আনন্দ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, পাঁচলাইশ থানা মহিলা দল নেত্রী সেলিনা আক্তার শেলী, নুর বেগম, লেদু প্রমুখ নেতৃবৃন্দ।