অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বহদ্দারহাটে ৮০০ টাকা দরে গরুর মাংস, ৫ দোকানীকে অর্থদন্ড

5
.

চট্টগ্রামের বহদ্দারহাট প্রশাসনের নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা কেজিতে মাংস বিক্রি করায় ৫টি মাংসের দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

কয়েকজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।

আজ সোমবার (৩ জুন) বিকাল ৫টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাংসের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পাঁচটি দোকানে মূল্যতালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে মাংস বিক্রির অপরাধে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সতর্ক করে দেন ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করি। এতে দেখতে পাই হাড় ছাড়া গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, হাড়সহ মাংস ৬৫০ টাকায় বিক্রি করে আসছিলো। পরে কয়েক দোকানিকে জরিমানা করলে হাড় ছাড়া মাংস ৬৫০ টাকা এবং হাড়সহ গরুর মাংস ৫৫০ টাকায় নেমে আসে। এসময় প্রচুর ক্রেতাকে মাংস কিনতে দেখা যায়।

৫ মন্তব্য
  1. MJ Emon Chy বলেছেন

    ভালো করব

  2. S M Farukhi Azam বলেছেন

    ভ্রাম্যমান আদালতর এগুলো লোক দেখানো অভিযান চালাই। তাদের কারনে বাজারে দ্রব্য মূল্যের দাম বেসি হচ্ছে

  3. Abdus Salam Muin বলেছেন

    jara khotigrasto tara ki khotipuron pabe. jodi na pai tobe ey jorimana aday kore lab ki?

  4. Nurul Kibria বলেছেন

    অফিসারের কপাল ভাল কসাই কে পাইছে!!!

  5. MD Arfath Chy বলেছেন

    Masud Rana Tanim