অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনী দিয়ে এক ব্যাক্তিকে হত্যা

0
.

জেলার ফটিকছড়িতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনীতে এক ব্যাক্তি নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে স্থানীয় বখতপুর চারা বটতল নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে দুপুর সাড়ে ১২টা নাগাদ ফটিকছড়ির বখতপুর চারা বটতলে দাড়িয়ে থাকা স্থানীয় গোলদার বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র ও মুকিম শাহ বাড়ীর দিনমজুর আবু বকরের পুত্র মোহাম্মদ মাহিন (১২) কে অজ্ঞাত এক ব্যক্তি ইশারায় ডেকে রাস্তায় শুয়ে পড়তে বলে। মাহিন না শুইলে তাকে সিএনজিতে তুলে নিতে চায়।

এতে ভীতসন্ত্রস্ত হয়ে শিশু মাহিন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দোকান থেকে লোকজন গিয়ে তাকে রক্ষা করে এবং অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে ধরে জনতা গণপিটুনী দেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম সোলাইমানের নির্দেশে অজ্ঞাত ওই ব্যক্তিকে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃতদেহ ফটিকছড়ি থানায় নিলে অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়।

গণপিটুনীতে নিহতের নাম মোহাম্মদ জসিম উদ্দীন (৩০)।