অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা কারবারী নিহত

0
.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার (১ জুন) ভোরে টেকনাফ পৌর এলাকার কাইয়ুকখালী খালের মুখে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহতরা ইয়াবা ব্যবসায়ীরা হলো, টেকনাফের হ্নীলা জাদীমুরা এলাকার সোলতান আহম্মদের ছেলে আব্দুর গফুর (৪০) ও কেরুনতলীর মো. শরীফের ছেলে মো. সাদেক (২৩)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান গণমাধ্যমে জানান, মিয়ানমার থেকে টেকনাফ পৌর এলাকার কাইয়ুকখালী খালের মুখ দিয়ে ইয়াবার বড় একটি চালান ঢুকবে- গোপন সূত্রে এমন খবর পেয়ে ভোর ৩টার দিকে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়েই ইয়াবা চোরাকারবারীরা অতর্কিত গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে চোরাকারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে দুই ইয়াবা কারবারীর মরদেহ এবং এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।