অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নুরের ওপর শিবির হামলা করেছে: ছাত্রলীগ সেক্রেটারি

5
.

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়।

গোলাম রাব্বানী বলেন, সেখানে শিবিরের লোকজনের উপস্থিত ছিল। এঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।
শিবিরের লোক থাকার যে দাবী ছাত্রলীগ করছে সে কারণেই হামলা করা হয়েছে কি-না প্রশ্ন করলে রাব্বানী বলেন, শুনেছি তিনি (ভিপি) রাজনৈতিক দল করবেন এবং সেটা তিনি করতেই পারেন। হামলার সঙ্গে এর কোন সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেন, বগুড়ার ঘটনায় তারা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করবেন ও সংগঠনের কেউ জড়িত থাকলে তারা ব্যবস্থা নেবেন।
ডাকসু ভিপির জনপ্রিয়তায় ছাত্রলীগ ভীত হয়ে পড়ছে কিংবা নির্বাচনের পরাজয় ছাত্রলীগ মেনে নিতে পারেনি, বলেই হামলা করছে বলে যে অভিযোগ উঠেছে তাও প্রত্যাখ্যান করেন রাব্বানী।

তিনি বলেন, ‘ডাকসু ভিপি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ায় যেখানে গিয়েছেন সেখানে শিবিরের লোকজনের উপস্থিত ছিল বলে খবর আসছে। আমরা সংগঠন থেকে কোনভাবেই কোন বাধা বা হামলার কোন নির্দেশনা দেইনি।

সেখানে হয়তো শিবিরের লোক থাকায় কোন ঘটনা ঘটেছে। আর বগুড়ার ঘটনার খবর আমরা শুনেছি। আমাদের কেউ তাতে জড়িত ছিল না। তারপরেও আমরা নিজ থেকেই তদন্ত করবো।

৫ মন্তব্য
  1. Moh Ismail Emon বলেছেন

    সোনা মিয়া চিন্তা করিস না সব ঘটনার ভিডিও প্রুফ আছে…

  2. Azizul Hoque বলেছেন

    বাংলাদেশে এখনো শিবির আছে !!!!

  3. Mohammad Roubel বলেছেন

    তাহলে নুর কেন বললো ছাএলীগ করছে?কার কথাটা সত্য?

  4. Jahed Monju বলেছেন

    এসব আবাল কি ভাবে নেতৃত্ব দেবে?শিবিরতো এদের ধাওয়ায় গর্তের ভিতরে লুকিয়ে আছে।

  5. Ismail Hossain বলেছেন

    যাঁরা নেককারজনক ঘটনা ঘটিয়েছে তাদের কঠিন শাস্তি কামনা করছি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে