অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কারাগারে মারামারিতে খুন হলো যুবলীগের শীর্ষ সন্ত্রাসী অমিত মূহুরী

31
.

চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগারে আটক যুবলীগের শীর্ষ সন্ত্রাসী অমিত মহুরী মারা গেছেন। বুধবার রাতে কারাগারের সেলের মধ্যে দুই কয়েদির মারামারিতে ইটের আঘাতে গুরুত্বর আহত হয় সন্ত্রাসী আমিত মুহুরী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারী বিভাগে ভর্তি করলে রাত একটার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, শুনেছি কারাগারে মারামারি করে শীর্ষ সন্ত্রাসী আমিত মুহুরী মারা গেছে। তবে আমাদেরকে কারাকর্তৃপক্ষ এখনো লিখিতভাবে জানায় নি।

.

তিনি বলেন, নগরীর এনায়েত বাজার রানীর দিঘীতে ড্রামভর্তি লাশ উদ্ধারের ঘটনায় খুনের মামলায় কারাগারে ছিলেন অমিত মূহুরী। তার নামে অন্তত ১৪টি মামলা রয়েছে।

এদিকে হাসপাতালে অমিত মহুরী মারা যাবার খবর পেয়ে সেখানে ছুটে যায় তার কিছু অনুসারী। তারা রাত ২টার দিকে চমেক হাসপাতালের ২৮ নাম্বার ওয়ার্ডের নিউরোসার্জারী বিভাগে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। পরে সিএমপির দুই শতাধিক পুলিশ সদস্য হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

.

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, রাত সাড়ে ১২ টার দিকে অমিত মুহুরীকে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে কারারক্ষীরা। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে ২৮ নং ওয়ার্ডে পাঠিয়ে দেন। পরে রাত ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

জানাগেছে, নিহত অমিত মুহুরী কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী। একটি খুনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি।

বুধবার রাতে কারাগারের ৩২ নম্বর সেলে কয়েদি রিপন নাথের সাথে অমিত মহুরীর মারামারি হয়। এসময় রিপন নাথ ইট দিয়ে অমিতের মাথা থেতলে দেয়। রাত ১২টার দিকে কারারক্ষিরা অমিতকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মাথায় ৩০টি সেলাই দেয়া হয়। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ২০১৭ সালের ১৩ আগস্ট নগরীর কোতোয়ালি থানার এনায়েত বাজার রানীর দিঘী থেকে সিমেন্ট ঢালাই করা ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে অনুসন্ধানে জানা যায়। নিহত যুবক রাউজান পৌর সভার রেজাউল করীমের পুত্র ইমরানুল করিম ইমন (২৬)।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৩০ আগষ্ট শফিক ও শিশির নামে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ইমন খুনের রহস্য বেরিয়ে আসে। তারা পুলিশকে জানায়, নিজের স্ত্রীর চৈতীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক রয়েছে এ সন্দেহ থেকে ৮ আগস্ট ২০১৮ ইং রাতে বাল্যবন্ধু ইমনকে নগরীর নন্দনকাননস্থ নিজ বাসায় ডেকে নিয়ে যায় যুবলীগ সন্ত্রাসী অমিত মহুরী। সেখানে রাতভর নির্যাতনের পর ভোরে দিকে পৈশাচিক কায়দায় হত্যা করে লাশ ড্রামে ঢুকিয়ে রাখে। ৩দিন লাশটি বাথরুমে রেখে ১২ আগষ্ট গভীর রাতে পার্শ্ববর্তি রানীর দিঘিতে ড্রামভর্তি লাশ ফেলে দেয়া হয়।

এ ঘটনার পর অমিত মুহুরী পালিয়ে যায়। ২ সেপ্টেম্বর রাতে কুমিল্লার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পালিয়ে থাকা অমিত মুহুরীকে গ্রেফতার করে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। তখন থেকে কারাগারে আটক ছিল ভয়ন্কর সন্ত্রাসী অমিত মূহুরী।

সিএমপির কোতোয়ালী থানার তৎকালিন ওসি (বর্তমানে আকবর শাহ থানার ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছিলেন, অমিত মুহুরী নগরীর ভয়ঙ্কর খুনিদের একজন। তার নামে রেলওয়ে টেন্ডারকে কেন্দ্র করে ২০০৩ সাথে সিআরবির জোড়াখুনসহ অন্তত একডজন মামলা রয়েছে।

সন্ত্রাসী অমিত মূহুরীর যত খবর-

*হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিল ভয়ঙ্কর সন্ত্রাসী অমিত মুহুরী

*যুবলীগ নেতা বাবরের সেকেন্ড ইন কমান্ড অমিত মুহুরী গ্রেফতার

*বউয়ের সাথে পরকিয়া সন্দেহঃ ক্যাডার অমিত মুহুরীর বাসায় হত্যা করা হয় ইমনকে

*রানীর দিঘী থেকে এবার ড্রাম ভর্তি গলিত লাশ উদ্ধার

৩১ মন্তব্য
  1. IH Nayeem বলেছেন

    Riaj Islam vai News ta poran

  2. Md Nasir Uddin বলেছেন

    একটা ডাকাত মরছে! কারাপ হয় নাই!

  3. KB Rana বলেছেন

    কারাগারের ভিতরেও মানুষের নিরাপত্তা নেই!

    1. Rafiqul Alam বলেছেন

      KB Rana Right

    2. Shahed Chowdhury বলেছেন

      ওটা‌তো কারাগার নয় আস্ত কষাই খানা।

    3. Mohammad Lokman Hakim বলেছেন

      Shahed Chowdhury ঠিক বলেছেন

  4. Rubel Hossaun বলেছেন

    আল্লাহ বিচার করছে

  5. Md Golam বলেছেন

    কারাগারে মানুষ মরে তাহলে সাধারণ মানুষ কুতাই ঝাবে।খানকির পুলার দেশে মাঘির পুলার বসবাস

  6. MD Alamin বলেছেন

    তাহলে নিরাপদ কোথায়

  7. Abdur Raqib বলেছেন

    Gooooooooooooooood

  8. Abdur Raqib বলেছেন

    Gooooooooooooooood

  9. Abdur Raqib বলেছেন

    Gooooooooooooooood

  10. Abdur Raqib বলেছেন

    Goooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooof

  11. Md. Kobirul Islam Kobir বলেছেন

    ঢেঁকি স্বর্গে গেলে ও…….

  12. Zia Ur Rahman Haydar বলেছেন

    এটার জন্য কারা কতৃপক্ষ দায়ী নেয় কি?

  13. Milon Reza বলেছেন

    Good

  14. Nayeem Rayhan বলেছেন

    কারাগারে খাইয়া দিল…. অবশ্য একজন শীর্ষ সন্ত্রাসী মরসে ভালই

  15. Anjan Biswas বলেছেন

    সুষ্টু তদন্ত হোক,

  16. MD SU Dulal বলেছেন

    ঠিক অাছে তো।

  17. মামুনুর রশিদ বলেছেন

    তোদের কোন জায়গায় রেখে শান্তি নাই।

  18. Sagor Ahmed বলেছেন

    এখন কবরে গিয়া মারামারি কর

  19. Ahsan Ullah বলেছেন

    কোন লীগেই সন্ত্রাসী নাই, সবাই পীর সাহেব।

  20. নাঈমুল আহসান বলেছেন

    অমিত মুহুরীর গড ফাদার হেলাল আকবর চৌ বাবরের মৃত্যুও এরকম হওয়া চাই।

  21. Sheikh Salim Sheikh বলেছেন

    Go hell

  22. Babul Ctg বলেছেন

    Very good

  23. Md Safen Ahmad Sovo বলেছেন

    জিৎ র বস সিনেমার মত কাবাডি কাবাডি

  24. Shihab Uddin Uddin বলেছেন

    ভালো খবর

  25. Mizanur Rahman Mizan বলেছেন

    kabore o mara mari karbe..

  26. Sagor Sagor বলেছেন

    গুড

  27. মোঃ আকতার হোসেন বলেছেন

    রাখিবো নিরাপদে
    দেখবো আলোর পথ-জেল খানার এই স্লোগান কথায়।
    জেলখানায় কোন মৃত্যু কাম্য নয়।

  28. Mohammad Salahuddin Sanny বলেছেন

    Karagarer Bhitoreo Kono Ashamir Nirapotta Nai.