অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ দালাল আটক

2
.

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৬ জনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (২৯ মে) দুপুরে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক, জিয়াউল হক মীর এবং সোহেল রানার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে  নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক জানান,বিআরটিএ কার্যালয়ে কতিপয় দালাল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫জন দালালকে  হাতেনাতে কাগজপত্রসহ আটক করা। আটকৃতদের জিজ্ঞাবাদ শেষে ৬জনকে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়।

২ মন্তব্য
  1. Kazi Mizan বলেছেন

    সিলেটে একই অবস্থা

  2. Mohammad Salahuddin Sanny বলেছেন

    Sarkarer Emon Kono Karzoloy Ase, Jekhne Dalalder Douratto Nai?