অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলীতে ডুবে গেছে পাথরভর্তি লাইটারেজ জাহাজ

0
ফাইল ছবি।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর শিকলবাহার কাছে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।  পাথরভর্তি লাইটারেজটিতে ১১ জন লোক নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ মে) ভোরে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় ‘এমভি সী ক্রাউন’ নামে এ লাইটারেজ জাহাজটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা নিখোঁজ নেই বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক গিয়াস উদ্দিন জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডুবে যাওয়া জাহাজটি আবু তাহেরের মালিকানাধীন মমতা ট্রেডিং এজেন্সির বলে জানান লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, রাতে  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা মাদার ভেসেল থেকে আমদানীকৃত ১ হাজার টন পাথর বোঝাই করে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে খালাসের জন্য আসছিল সী ক্রাউন নামের লাইটার জাহাজটি। ভোরে এটির তলা ফেটে ডুবে যায়।  এসময় জাহাজে থাকা ১১ জন নাবিক শ্রমিক অন্য নৌযানের সাহায্যে তীরে উঠতে সক্ষম হয়।