অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘মা কই? আমি ছাত্রলীগ করব না’, হাউমাউ করে কাঁদলেন শেখ আব্দুল্লাহ (ভিডিও ভাইরাল)

1

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহর একটি আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে কখনো মাথায় হাত, আবার কখনো বুকে হাত দিয়ে হাউমাউ করে কান্নারত অবস্থায় তাকে বলতে শোনা যাচ্ছে, “সারা শরীরে কোথাও মারার বাদ রাখেনাই, আমারে যে যেমনে পারছে সে সেমনেই মারছে, আমার অপরাধ কি? আমার মা কই? আমি ছাত্রলীগ করব না! আমি শোভন-রাব্বানী ভাইয়ের মাঝখানে বসে ছিলাম, আমি কিচ্ছু করি নাই, আমারে সবাই মারছে।”

জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভ্যন্তরে ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা দ্বিতীয় দফায় মারধরের শিকার হয়েছেন। সেখানেই শেখ আব্দুল্লাহ-সহ অন্তত ১০ জন আহত হন।

যদিও সেখানে মারধরের বিষয় অস্বীকার করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি সাংবাদিকদের বলেন, ‘কাউকে মারধর করা হয়নি। কথা বলতে গিয়ে সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। কিছু কর্মী উত্তেজিত হয়ে গিয়েছিল। আমরা তাদের নিবৃত্ত করেছি।’

১ টি মন্তব্য
  1. Abu Jafor বলেছেন

    সালা হারাম খোরের বাচ্চা, মা তোরে আ-লীগ করতে পাঠিয়েছে?