অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

0
.

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুক্রবার পালিত হচ্ছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা কর্মকর্তাদের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য খুন হওয়ার প্রায় ছয় বছর পর ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন শেখ হাসিনা।

ওই সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে অবস্থান করায় তারা বেঁচে যান। ১৯৮১ সালের ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে অনুপস্থিত থাকলেও শেখ হাসিনা আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।