অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বিমান বন্দরে পৌনে ৩ কেজি স্বর্ণ উদ্ধারঃ চীনা নাগরিক আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে ২ কেজি ৮০০ গ্রাম (২৪০ তোলা) ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

এ ঘটনায় চীনা নাগরিক ফ্যান রংগুইকে আটক করা হয়েছে।

চার্জার লাইটের ভেতর লুকিয়ে এ সব স্বর্ণের বার আনা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

আজ বুধবার (৮ মে) সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফ্যান রংগুই নামের ওই যাত্রী চট্টগ্রাম পৌঁছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, সকালে বিজি-১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর পণ্যসামগ্রী স্ক্যানিংয়ের সময় চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে সন্দেহ হয় কাস্টমসের কর্মকর্তাদের। এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম।

এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডেপুটি কমিশনার।