
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তরুন আইনজীবি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন বর্তমান সরকার জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারেক রহমান আগামী দিনে বিএনপি তথা দেশের নেতৃত্ব দেবেন বিধায় তাকে ষড়যন্ত্রমূলক ভাবে একের পর এক মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমান ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
রবিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি সমাদর ক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে তারেক রহমান যুব পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রাশেদ হাসান মিল্টনের সভাপতিত্বে আসলাম উদ্দীনের পরিচালনায় উক্ত সমাবেশে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরো বলেন বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করবে না। বিএনপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি ঘৃণা করে। বিশ্বে আমাদের কোন প্রভু নেই, বন্ধু আছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিএনপি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে তারা যদি আমাদের ওপর মোড়লগিরি করতে চায়, বিএনপি তা মানবে না।
মীর হেলাল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ। এ সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী পৌর বিএনপির সদস্য সচিব আবদুর শুক্কুর নগর বিএনপি নেতা মাহবুব রানা, আসিফ চৌধূরী, যুবদল নেতা এম এ রাজ্জাক, বায়জীদ থানা যুবদলের আহবায়ক আবু মুছা, নগর ছাত্রদল নেতা সালাউদ্দীন আলী, নুর উদ্দীন, মান্নান উদ্দীন, সাইফউদ্দীন, মোঃ মহরম, সানজিদুল আলম ফয়সাল, মোঃ পারভেজ, নগর সেচ্ছাসেবক দল নেতা মোঃ হাসান, মহানগর তারেক রহমান যুব পরিষদের নেতা মোঃ দেলোয়ার হোসেন জনি, রাসেল খান, মোঃ পারভেজ, মোঃ মোহন, মোঃ সোহেল, শাহ পরান, আসাদ, শাহনেওয়াজ, মোঃ বাবুল, মোঃ হানিফ প্রমুখ নেতৃবৃন্দ।
thanks leader……
Barrister mir Helal congratulation to you.many many thanks to Hathazari 10 no.Union bnp.pls.go Ahead,we Are 100% support o you.From kazi Akther Hossain(Badal)General secretary of 10 no.union bnp.
কি কছ অডা শেখ হাসিনা ছারা নির্বাচন কেনে অইবু তুরা মনে নগরিচ