অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ১৩ নভেম্বর

0

  • ৭১১ সালের এই দিনে ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন।
  • ১২৩১ সালের এই দিনে স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকমের মৃত্যু।
  • ১৩১২ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ডের জন্ম।
  • ১৬৪২ সালের এই দিনে লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়।
  • ১৭৭৫ সালের এই দিনে আমেরিকার বিদ্রোহীরা মন্ট্রিয়ল দখল করে নেয়।
  • ১৮০৫ সালের এই দিনে ফরাসিরা ভিয়েনা দখল করে নেয়।
  • ১৮৩৫ সালের এই দিনে টেক্সাসে মেক্সিকোর কাছে থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৮৪৭সালের এই দিনে সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্ম।
  • ১৮৪৯ সালের এই দিনে পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন।
  • ১৮৫০ সালের এই দিনে স্কটিশ কথাসাহিত্যিক লুইস স্টিভেনসনের জন্ম।
  • ১৮৬৪ সালের এই দিনে গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।
  • ১৮৭২ সালের এই দিনে সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
  • ১৮৭৩সালের এই দিনে ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ জুন্নুরী উত্তর-পশ্চিম ইরানের তাব্রিজে জন্ম গ্রহণ করেন।
  • ১৮৮৫ সালের এই দিনে রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে।
  • ১৯০৭ সালের এই দিনে ইংরেজ কবি ফ্রান্সিস টমসনের মৃত্যু।
  • ১৯০৭সালের এই দিনে পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মত আকাশে ওড়ে।
  • ১৯১৫সালের এই দিনে ইরানের তৃতীয় জাতীয় সংসদ দেশটির সর্বশেষ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙ্গে দেয়া হয়।
  • ১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপল দখল করে।
  • ১৯২১ সালের এই দিনে বাঙালি লেখক অশোক বড়ুয়া জন্মগ্রহন করেন।
  • ১৯২১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।
  • ১৯৪৫সালের এই দিনে সুকর্ন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।
  • ১৯৪৭ সালের এই দিনে রাশিয়া অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে।
  • ১৯৪৮ সালের এই দিনে দেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন।
  • ১৯৫০ সালের এই দিনে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।
  • ১৯৬৭ সালের এই দিনে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী জুহি চাওলা জন্মগ্রহন করেন।
  • ১৯৭০সালের এই দিনে ( কারো মতে ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লাখ লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৭৪সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।
  • ১৯৭৭সালের এই দিনে ঢাকায় বিজ্ঞান যাদুঘর উদ্বোধন করা হয়।
  • ১৯৮৫সালের এই দিনে কলম্বিয়ায় এক ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশী মানুষ প্রাণ হারায়।
  • ১৯৮৯সালের এই দিনে আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।
  • ১৯৯৪সালের এই দিনে সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।
  • ২০০২সালের এই দিনে ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।