অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ৩১ অক্টোবর

0

  • ১৭৯৩ সালের এই দিনে ফরাসি উগ্রপন্থী নেতা জ্যাকুইম পিয়ের মৃত্যুবরণ করেন।
  • ১৭৯৫সালের এই দিনে ইংরেজ কবি জন কিটস জন্মগ্রহণ করেন।
  • ১৮১৯ সালের এই দিনে জাপানে ভূমিকম্পে ৩ সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৮২৮সালের এই দিনে রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান জন্মগ্রহণ করেন।
  • ১৮৭৫ সালের এই দিনে ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই পটেল জন্মগ্রহন করেন।
  • ১৮৮৭সালের এই দিনে চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক জন্মগ্রহন করেন।
  • ১৮৯১ সালের এই দিনে জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।
  • ১৯১৪ সালের এই দিনে কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।
  • ১৯১৮সালের এই দিনে যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যাণ অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
  • ১৯১৮সালের এই দিনে অষ্ট্রিয়ায় বিপ্লব বাঁধে। অষ্ট্রিয়ার বিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অষ্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিরা বিরাটাকারের মিছিলের আয়োজন করেন।
  • ১৯২০সালের এই দিনে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৩৬ সালের এই দিনে কলকাতায় ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ, কলাম লেখক কিংকি ফ্রিডম্যান জন্মগ্রহন করেন।
  • ১৯৫৮সালের এই দিনে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যান করেন।
  • ১৯৬৬সালের এই দিনে বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
  • ১৯৭২ সালের এই দিনে ঢাকায় মেজর (অবঃ) এম এ জলিল এবং আ সম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) গঠিত।
  • ১৯৭৫ সালের এই দিনে উপমহাদেশের কিংবদন্তি গায়ক ও সুরকার শচীনদেব বর্মণ মৃত্যুবরণ করেন।
  • ১৯৮০সালের এই দিনে লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।
  • ১৯৮৪সালের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লীতে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন।
  • ১৯৯০ সালের এই দিনে ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।
  • ১৯৯৪সালের এই দিনে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ২০১৪ সালের এই দিনে রাজধ‍ানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আমার দেশ এবং এনটিভি, আরটিভিসহ বেশ কয়েকটি মিডিয়া হাউজ ছিল।