অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

10
?
নগরীর জামালখান চেরাগী পাহাড় এলাকায় গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল।

চট্টগ্রামে বদরবাহিনীর প্রধান, জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় চট্টগ্রামে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চের নেতা কর্মীরা।

রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর চেরাগীপাড় থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চেরাগী পাড়ে এসে শেষ হয়।

প্রকৌশলী দেলোয়ার মজুমদারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের যুগ্ন সম্পাদক শরীফ চৌহান, সদস্য সচিব চন্দন দাশ, রাশেদ হাসান, সুনিল ধর, নাহিদ মোস্তফা, হাবিব বিপ্লব, সলিল চৌধুরী পিতল, ও যুবনেতা উজ্ঝল শিল।

শহীদ সন্তান ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ উপস্থিত সকলকে মিস্টি মুখ করান।

মিছিল শেষে গণজাগরণ মঞ্চের নেতারা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ প্রকাশ করেন।

এদিকে শনিবার রাতে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ার পরপরই চট্টগ্রামে মুক্তিযোদ্ধা চলাকালে বদরবাহিনীর নির্যাতনের টর্চার সেলখ্যাত সেই ডালিম হোটেলের সামনে মোমবাতি জ্বালিয়ে মিছিল করেছে মুক্তিযোদ্ধাদের সন্তানরা। এসময় ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে ডালিম হোটেলের আশপাশের এলাকা।

ডালিম হোটেলের সামনে মিছিলে নেতৃত্ব দেন শহীদ সন্তান ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ।

জামায়াতের কেন্দ্রিয় কমিটির সদস্য মীর কাসেমের ফাঁসি কার্যকরের পরই ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ এবং ‘জঙ্গিবাদ বিরোধী যুব মঞ্চ’র ব্যানারে মিছিল নিয়ে শতাধিক মানুষ ডালিম হোটেলের সামনে যায়। প্রত্যেকের হাতে ছিল প্রজ্বলিত মোমবাতি।

১০ মন্তব্য
  1. Ala Uddin বলেছেন

    লোক এত কম কেন ভাই।

  2. Arfat H Biplob বলেছেন

    লক্ষ লক্ষ লোকের বিশাল সমাবেশ!

  3. Sho Ferdous বলেছেন

    লক্ষাধিক লোক সমাগম হওয়াতে আনন্দ মিছিলটা চরম হয়েছে।

  4. Anwarul Hoqe বলেছেন

    ১৩ লাখ লোকের সমাবেশ।

  5. S M Lutfar Rahman বলেছেন

    জামায়াতের একটি কর্মী ইউনিটের লোকও এক জায়াগায় করতে পারলেনা?

    1. MD Abdul Aziz বলেছেন

      সহমত

  6. Mustakim Mustakim বলেছেন

    GONO. JANWARAR. MONCH

  7. Harunar Rashid বলেছেন

    0nly 10 people, Januar league

  8. MD Bashir বলেছেন

    Nogorite r log nai

  9. Mamun Rashid বলেছেন

    ছাল নাই কুত্তার বাঘা তার নাম। মানুষ নাই নাম আবার গন জাগরন