অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দেড় যুগ পর চট্টগ্রাম চিড়িয়াখানায় আসছে নতুন অতিথি ‘সিংহ’

1
14194288_1670332023285628_1169579120_n
চট্টগ্রাম চিড়িয়াখানায় আগমনের অপেক্ষায় বাদশাহ।

চট্টগ্রাম চিড়িয়াখানা ঈদ-উল-ফিতরের আগেই সেজেছিল নবরূপে। প্রায় কোটি টাকার উন্নয়নে পরিবর্তনটা ছিল লক্ষ্যনীয়। চিড়িয়াখানা নতুন রূপে সাজলেও এখানে নেই কোন বাঘ।

সিংহের খাঁচায় ছিল ২টি সিংহী তারা হলো বর্ষা ও নোভা। তাই একটি সিংহী (বর্ষা) রংপুরকে দিয়ে তার পরিবর্তে আনা হচ্ছে একটি সিংহ (বাদশা)।

কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় অবশেষে ১৭ বছর পর সিংহ মামার আগমন ঘটতে যাচ্ছে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র চট্টগ্রাম চিড়িয়াখানায়।

১২ বছর বয়সি সিংহটিকে আনতে বেশ কয়েকবার চিঠি আদান প্রদান করেছেন চট্টগ্রাম চিড়িয়াখান আর রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

14256214_1670320716620092_373086888_n
চট্টগ্রাম থেকে রংপুর চিড়িয়াখানায় নেয়া হচ্ছে সিংহী বর্ষাকে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মঞ্জুর মোরশেদ চৌধুরীর নেতৃত্বে রংপুর থেকে সিংহটি নিয়ে ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ৫ সদস্যের টীম। এবারে ঈদে নগরবাসীর আনন্দে যুক্ত হচ্ছে সিংহ মামা। সোমবার সকালে সিংহটি চট্টগ্রাম চিড়িয়াখানায় এসে পৌছবে বলে জানান কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের সাথে আলাপে জানা যায় বাঘের জন্যও চলছে আন্তরিক প্রচেষ্টা। শেষ পর্যন্ত হয়তো আন্তর্জাতিক দরপত্র আহবান করে বাঘ সংগ্রহ করতে হতে পারে।

কারণ দীর্ঘ প্রচেষ্টা বাঘের ব্যাপারে দেশের কোন সংস্থায় সাড়া দেয়নি।

১ টি মন্তব্য
  1. Farhana Khatun Ritu বলেছেন

    Sweet Friend’s Page
    একদিন বল্টু কোট, প্যান্ট, টাই ও জুতা পরে এক 5 Star হোটেলে গেল এবং অনেক দামি দামি খাবারের ওর্ডার করল। খাওয়া শেষে বিল অাসল প্রায় ৫০০০ টাকা
    বিল দেখে বল্টু ক্যাশিয়ারকে বলল………..
    বল্টু : আপনি কি অামাকে চিনতে পারছেন
    ক্যাশিয়ার : না স্যার….Continue Reading