অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় চসিকের কন্ট্রোল রুম চালু

0
.

ইতিহাসের সবচেয়ে বড় ঘূর্ণিঝড় ফণির ক্ষয়ক্ষতি মোকাবিলায় ও নগরবাসীর সহায়তার জন্য কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বরে (৬৩০৭৩৯, ৬৩৩৪৬৯)।

বিষয়টি নিশ্চিত করে সিটি মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ গণমাধ্যমে জানান, ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় চট্টগ্রাম নগরীর উপকূলীয় এলাকার বাসিন্দাদের সহায়তা দিতে মেয়রের নির্দেশে চসিক কাজ শুরু করেছে। করপোরেশনের পক্ষ থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড় ফণি চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে আঘাত করলে যাতে দ্রুত পরিস্থিত মোকাবিলা করা যায়- এ জন্য চসিকের স্বেচ্চাসেবক, মেডিকেল টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও স্যালাইন বরাদ্দ দেওয়া হয়েছে।