অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আন্দরকিল্লায় আসল পুলিশের হাতে ধৃত ভুয়া পুলিশ

0
.

অবিকল পুলিশের পোষাক গায়ে নেইম প্লেইটে মো. আইয়ুব লেখা থাকলেও আসলে সে পুলিশ নয়। মূলত নকল পুলিশ সেজে সে মানুষের সাথে প্রতারণা করে আসছিল।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা আন্দরকিল্লা মোড় থেকে আজ বুধবার সকালে এই ভূয়া পুলিশকে আটক করেছে আসল পুলিশ।

আটক এ ভূয়া পুলিশের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি থানা এলাকায় বলে জানা গেছে।

কোতেয়ালী থানার ওসি মো. মহসীন জানান, পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তি সুবিধা আদায় এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মো. আইয়ুবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি জানান, সকালে নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায় তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এবং আচার আচরণে সন্দেহ হলে কোতোয়ালি থানা পুলিশের টহল টিম তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে আসল পুলিশ নয় বলে স্বীকার করেন। তার বন্ধু পুলিশ উল্লেখ করে সে শখের বসেই এ পোষাকটি ক্রয় করে পুলিশ সেজেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার মোবাইল চেক করে বিভিন্ন জনের সাথে কথা বলে প্রতারণার বিষিটি নিশ্চিত হওয়া গেছে।