অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পুলিশের মহানুভবতায় অসহায় পপির বিয়ে সম্পন্ন

4
.

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূইয়া মহানুভবতায় বেড়ে উঠা হতদরিদ্র পরিবারের সন্তান পপির বিয়ে সম্পন্ন হয়েছে। বোয়ালখালী উপজেলা পশ্চিম গুমদন্ডী এলাকার মৃত ছাবের হোসনের ছেলে মো: জসিম উদ্দিনের সাথে তার বিয়ে সম্পন্ন হয়।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ পার্কিং মাঠে পুলিশের উধ্বতন কর্মকর্তা,স্থানীয় কাউন্সিলরসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবার্গের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

উল্লেখ্য,পপির পরিবার চমেক হাসপাতালের গেইটের পাশে একটি পরিত্যাক্ত খোলা রুমে পপির বাবা বাবুল মিয়া তার পাগল মা নিয়ে থাকতো। পপি তখন ৮/৯ বছর বয়স। ফুটে ফুটে অসহায় কিশোরীকে দেখে পুলিশ অফিসার জহিরের মায়া হয়। পপির নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি মেডিকেল ক্যাম্পের পিছনে একটি ঝুপরিতে থাকার ব্যবস্হা করে দেন। আমি তাকে মাদ্রাসা শিক্ষায় ভর্তী করানো সহ যাবতীয় খরচ বহন করেন তিনি।

পপির বিয়ের উপযুক্ত হওয়ায় পরিদর্শক জহির তার বিয়ের ব্যবস্থা করেন এবং তিনি বিয়ের সকল খরচ বহন করেন।

৪ মন্তব্য
  1. মোঃরাশেদুজ্জামান(রতন) বলেছেন

    সত্যিই এটি মানবতার উজ্জ্বল দৃষ্ট্রান্ত।
    এবাবেই সারা দেশে মানবতার দ্বার উন্মোচিত হোক।
    আমিন

  2. হুমায়ুন মোস্তফা বলেছেন

    আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক আমিন..
    আর মেয়েটার জীবন ও সুখি হোক

  3. হুমায়ুন মোস্তফা বলেছেন

    মাশা-আল্লাহ

  4. jumman Islam বলেছেন

    Good job

    😊