অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙ্গুনিয়ায় ট্রাক চাপায় ৪ ঘুমন্ত শ্রমিক নিহত

1
ছবিঃ এনাম হায়দার।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে রাস্তার পাশে ট্রাক উল্টে ঘুমন্ত অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর ৪টার দিকে কাঠ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বে একটি ঝুপড়ি ঘরে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো দুই শ্রমিক আহত হয়েছেন।

আহত ও নিহত শ্রমিকরা সবাই পাশবর্তি একটি ইটভাটার শ্রমিক এবং রাস্তার পার্শ্বের ওই ঝুপড়ি ঘরে ঘুমছিল বলে পুলিশ জানায়। তবে পুলিশ তাদের নাম পরিচয় বলতে পারেনি।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ ভূইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন- রাতে রাঙ্গামাটি থেকে কাঠ বোঝাই একটি ট্রাকটি চট্টগ্রামের দিকে আসার সময় ভোর চারটার দিকে এটি রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পার্শ্বে একটি ঘরে ঢুকে পড়ে উল্টে যায়। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় ৪জন ট্রাকটির নীচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

নিহতরা সবাই পাশ্ববর্তি একটি ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। তাদের বাড়ি নোয়াখালির হাতিয়া উপজেলায়।

পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

১ টি মন্তব্য
  1. Ep3ZeXwBST বলেছেন

    696636 930276How much of an unique article, keep on posting better half 425698