অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দ.আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত

0
.

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী রজেটেনভিল রিজেন্ট পার্কে ডাকাতের গুলিতে মো. রেজাউল করিম নামে ফেনীর ছাগলনাইয়ার এক ব্যবসায়ী খুন হয়েছেন।

নিহত রেজাউল করিম উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।

রবিবার সে দেশের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দক্ষিন আফ্রিকার সাংবাদিক শওকত বিন আশরাফ জানান, এই নিয়ে গত এক সাপ্তাহে তিন বাংলাদেশী খুন হল।

তিনি জানান, নবিবার সকালে ৩/৪ জনের একদল সশস্ত্র ডাকাত দোকানে ডাকাতি করতে আসলে প্রথমে দোকানের সিকিউরিটিকে পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে দোকানের ভিতর প্রবেশ করে আব্দুল করিমকে গুলি করলে তিনি ঘটনাস্থলে নিহত হয়।

নিহত আব্দুল করিমের বাড়ি ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার দক্ষিন হরিপুর গ্রামে।তার বাবার নাম মুন্সি মিয়া।

জানাগেছে, মাত্র দেড় বছর আগে রেজাউল করিমকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান তার ভায়রা ভাই আবুল হোসেন। সেখানে তিনি রিজেন্ট পার্কে তার ভায়রার সঙ্গে দোকান পরিচালনা করতেন।

রবিবার বিকালে একদল ডাকাত তার দোকানে ডাকাতি করার চেষ্টা চালায়। এ সময় দোকানের নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে তাকে পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে ডাকাতরা। তখন রেজাউল করিমকে দরজা খুলতে বলে তারা। দরজা খোলামাত্রই গুলি করে ডাকাতরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রেজাউল করিম।