অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“বাণিজ্য মেলা দেখে আর বাসায় ফেরা হল না আরেফা বেগমের”

0
‍কদমতলী রেলক্রসিং। ছবিঃ গুগল স্ট্রিটভিউ।

চট্টগ্রাম মহানগরীর কদমতলী রেল ক্রসিং এ ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা উল্টো এক নারী নিহত ও মা এবং দুই মেয়ে আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আরেফা বেগম (৫৭) তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে কাউন্সিলর সাবের আহমদ সওদাগরের ছোট বোন বলে জানাগেছে।

আহতরা হলেন, নগরীর ঈদগাঁ মনসুরাবাদ এলাকার গৃহবধূ তাসলিমা বেগম (৩৫), তার দুই মেয়ে মেঘলা (১৩) ও শ্রবণ (১২)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শুক্রবার রাত ৯টার সময় ট্রেনের একটি ইঞ্জিন বগি লাইন পরিবর্তন করার সময় রেলক্রসিং অতিক্রমকালে দ্রুতগতির একটি সিএনজির ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে যায়।

ঘটনার সাথে সাথে সিএনজি চালক পালিয়ে গেলেও ঘটনাস্থলে সিএনজি আরোহী আরোফা বেগমের মৃত্যু হয়। আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মেঘলা নামে কিশোরীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে স্থানস্তর করা হয়েছে।

জানাগেছে নগরীর মনসুরাবাদ এলাকার একই পরিবারে মা ও তার দুই মেয়ে এবং তাদের নারীকে নিয়ে পলোগ্রান্ডের বিণিজ্য মেলায় ঘুরতে যায়। রাতে মেলা থেকে সিএনজি নিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় কবলিত হয়।