অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফয়’স লেকে পাহাড় কাটার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

0
.

নগরীর ফয়’জ লেকে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার অভিযোগে এক ব্যাক্তিকে দেড়লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।  দন্ডিত এই ব্যাক্তির নাম মো. সিদ্দিক।

আজ বুধবার দুপুরে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানীতে অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পাহাড় না কাটার জন্য সতর্ক করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার নগরীর ফয়’জ লেক আব্দুল হামিদ সড়কের পাশে পাহাড় কাটার অভিযোগ পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শণ করে।

পরিদর্শণ শেষে আজ বুধবার সকালে অভিযুক্ত সিদ্দিক আহমেদকে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনাণীতে হাজিরের নোটিশ দেওয়া হয়।

আজ বুধবার শুনানীতে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সিদ্দিককে দেড় লক্ষ টাকা জরিমানা করে জরিমানাকৃত অর্থ দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়া হয়।