অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হালদায় ডিম ছাড়ার আগমূহুর্তে মৃগাল মাছের মৃত্যু

0
.

দক্ষিণ এশিয়ার বৃহত্তর মৎস পোনা উৎপাদনকারী চট্টগ্রামে হালদা নদীতে ডিম ছাড়ার আগ মূহুর্তে ড্রেজারে আঘাতে বড় একটি মা মাছের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) নদীর হাটহাজারী অংশের উত্তর মাদার্শা আজমের ঘাটা এলাকায় প্রায় ৮ কেজি ওজনের (দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি) মরা মৃগেল মাছ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে

.

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে আজমের ঘাট এলাকায় স্থানীয়রা মরা মাছটি ভাসমান অবস্থায় উদ্ধার করে গড়দুয়ারা নয়াহাট এলাকায় নিয়ে আসে।  পরে হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়াসহ অন্যন্যরা ঘটনাস্থলে গিয়ে মাছটি পরীক্ষা করেন। এসময় মাছের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পান।

হালদা গবেষক ড. মনজুরুল কিবরীয়া বলেন, হালদা নদীতে চলাচলকারী ইঞ্জিন নৌকা বা ড্রেজারের আঘাতে মা মাছটির মৃত্যু হয়েছে।  এত অভিযান ও সচেতনতার পরেও ড্রেজারের আঘাতে মা মাছ মারা যাওয়া দুঃখজনক জানিয়ে তিনি বলেন, মাছটির ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে রাতেই কোন ড্রেজারের আঘাতে মারা গেছে মাছটি। মাছটি পঁচে যাওয়ায় স্থানীয়দের সহায়তায় মাটিতে পুঁতে দেয়া হয়েছে।