অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাকলিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামী নিহত

0
.

চট্টগ্রাম মহানগরঅর বাকলিয়া থানাা এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. সাইফুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৪টার দিকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় কথিত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সাইফুল বাকলিয়া থানার সবুজবাগ আবাসিক এলাকার রফিক আহমদের ছেলে এবং একই থানায় সংগঠিত একটি হত্যা মামলার প্রধান আসামী। সে এলাকায় কিশোরদের কাছে “বড়ভাই” হিসেবে পরিচিত বলে জানায় পুলিশ।

বাকলিয়া থানার ওসি প্রনব চৌধুরী বন্দুকযুদ্ধে সাইফুল নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, গতকাল সোমবার ফটিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি নিহত লোকমান হোসেন জনি হত্যার মামলার প্রধান আসামি সাইফুল ও জিয়া উদ্দিন বাবলুকে গ্রেফতার করা হয়। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল রাতে নগরীর কল্পলোক আবাসিক এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তাদের সহযোগগীরা পুলিশের উপর গুলি চালিয়ে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ পাল্টা গুলি চালিয়ে প্রতিহিত করে। এতে বন্দুকযুদ্ধে সাইফুল গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি প্রণব আরো জানায়- গত ৬ এপ্রিল শনিবার নগরীর বাকলিয়া ও গোলপাহাড় এলাকার কিশোরদের দুই পক্ষের মধ্যে প্রেম সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে গভীর রাতে বাকলিয়ার খালপাড় এলাকায় গুলিতে নিহত হন এইচ এম লোকমান হোসেন। নিহত লোকমান গোলপাহাড় এলাকার কিশোরদের কথিত ‘বড় ভাই’ হিসেবে পরিচিত ছিল। অন্যদিকে বাকলিয়া এলাকার কিশোরদের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত নিহত মো. সাইফুল।

সেদিন সাইফুলের গুলিতে লোকমান নিহত হয় বলে লোকমানের স্বজনরা জানায়।