অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ মারা গেছেন

0
.

ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ মারা গেছেন। আজ শনিবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানরীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। টেলি সামাদের কন্যা সোহেলা সামাদ কাকলী তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

কাকলী জানান, দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন বরেণ্য এই অভিনেতা। সম্প্রতি শরীর বেশি খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

পারিবারিক সুত্রে জানাগেছে-বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন শক্তিমান কৌতুক অভিনেতা টেলি সামাদ। গত বুধবার থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তার অবস্থা আশংকাজনক হয়ে ওঠে বলে জানিয়েছিলেন বিএসএমএমইউ হাসপাতালের চিকিৎসকরা।

এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে গতকাল শুক্রবার বিএসএমএমইউ এর আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিলো অভিনয়ের নেশা। সেই নেশার টানেই ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।