অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সুদীপ্ত হত্যার আসামী ফয়সাল ৩ দিনের রিমান্ডে

0
নিহত সুদীপ্ত। ইনসেটে খুনি ফয়সাল।

চট্টগ্রামে অভ্যন্তরীণ কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি জিয়াউল হক ফয়সালকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রো ম্যাজিস্ট্রেট আল ইমরান খান ৩দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

এর আগে পিবিআই তাকে সাতদিনের রিমাণ্ডের জন্য আদালতে আবেদন করে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক সন্তোষ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার নগরীর দেওয়াহাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সুদীপ্ত হত্যার এজাহারভুক্ত আসামী ফয়সালকে গ্রেফতার করে। এর আগে দুপুরে খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহূত অটোরিকশাটি জব্দ করা হয়। ওই গাড়ির চালক খুনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার পরপরই আটক করা হয় ফয়সালকে। তিনি ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার আমিনুল হকের ছেলে।

উল্লেখ্য- ২০১৭ সালের ৬ অক্টোবর নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকার বাসা থেকে নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে টেনে-হেঁচড়ে নিয়ে যায় এবং রাস্তায় কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় করা মামলার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সুদীপ্ত খুনের ঘটনায় ফয়সালসহ এনিয়ে ১২জন গ্রেফতার হয়েছে বলে জানান পিবিআই কর্মকর্তা সন্তোষ। গ্রেফতারকৃতরা সবাই ছাত্রলীগ নেতাকর্মী।