অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জনগণ ভোট দিতে না পারলে নির্বাচন কমিশনের প্রয়োজন ফুরিয়ে যাবেঃ সিইসি

1
.

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ 

প্রধান নির্বাচন কমিশনার কে.এম নূরুল হুদা বলেছেন, ভোটাররাই নির্বাচনের বড় হাতিয়ার। জনগণ ভোট দিতে না পারলে নির্বাচন কমিশনের প্রয়োজন ফুরিয়ে যাবে। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিচ্ছি।

একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি। এর দায় নির্বাচন কমিশনের নয়।

তিনি আজ বুধবার বিকেলে নোয়াখালী ডিসি কার্যালয়ে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

সিইসি নূরুল হুদা বলেন, আমরা উপজেলা পরিষদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপর্ণভাবে নিয়েছি। সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি।
এ সময় নির্বাচনের পরিবেশ সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহব্বান জানান সিইসি।

সভায় ডিসি তন্ময় দাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, এসপি মো. ইলিয়াছ শরীফ, এডিসি (সার্বিক) মো. আবু ইউসূফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মাহে আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম প্রমুখ।

১ টি মন্তব্য
  1. sharif zahid বলেছেন

    রাতের আধারে পুলিশ যদি ভোট কাটে আর দিনের বেলায় দলীয় লোকে কাটে তাহলে এদেশের মানুষ ভোট বিমুখ হবে না কেন? মাননীয় সি ই সি মহোদ।