অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৫ মার্চ মানব সভ্যাতার ইতিহাসে এক কলঙ্কিত দিন

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম বলেছেন, ভয়াল ২৫ মার্চ আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালে এই দিনে পাক বাহিনী গভীর রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসতম গণহত্যা চালিয়ে ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল বাঙালির জাতির স্বাধীনতার আকাঙ্খাকে চিরতরে হত্যা করা। ২৫ মার্চ মানব সভ্যাতার ইতিহাসে এক কলঙ্কিত দিন

তিনি আজ (২৫ মার্চ) সোমবার বিকালে নগরীর ষোলশহর ২নং গেইটস্থ স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ২৫ মার্চ রাত্রে চট্টগ্রামের এই বিপ্লব উদ্যানে তৎকালীন মেজর জিয়াউর রহমান ‘উই রিবোল্ড’ বলে বিদ্রোহ করেছিলেন। আওয়ামী লীগ নেতারা তখন মুক্তিপাগল জাতিকে দিক নির্দেশনা দেওয়ার পরিবর্তে পিছুটান দিয়েছিল। সেদিন মেজর জিয়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি একজন সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবার অস্ত্র হাতে সম্মুখসমরে যুদ্ধ করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতায় লিপ্ত দেশি-বিদেশী চিহ্নিত মহল। সকল ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে মাতৃভূমির স্বাধীনতা সুরক্ষা এবং গণতন্ত্রের নুয়ে পড়া পতাকাকে সমুন্নত রাখতে আমাদের সকলকে অমিত বিক্রমে রাজপথে নেমে আসতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, জাতি যে আকাঙ্খা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের সে স্বপ্ন এখনো পূরণ হয়নি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ভোট ডাকাতি করছে। বাংলাদেশের মূল চেতনাকে উজ্জ্বীবিত করতে এ ভোট ডাকাতদের বিরুদ্ধে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।

পুস্পস্তবক অর্পণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, অধ্যাপক নুরুল আলম রাজু, মোঃ ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আর.ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, সাহেদ বক্স, মোঃ শামসুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুন ইসলাম হুমায়ুন, নগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, সহ-সম্পাদক বৃন্দ আব্দুল হালিম স্বপন, মোঃ ইদ্রিস আলী, মোঃ শাহজাহান, আবু মুছা, আবুল খায়ের মেম্বার, আব্দুল হাই, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী, আব্দুল কাদের জসিম, নগর বিএনপির সদস্য কাউন্সিলর জেসমিনা খান প্রমুখ।