অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবি’র সোহরাওয়ার্দী হলের ১৮টি কক্ষ সিলগালা

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে ১৮ টি কক্ষ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কক্ষগুলোতে বৈধ শিক্ষার্থী না পাওয়া যাওয়ায় সিলগালা করা হয়েছে বলে জনা গেছে।

হলে অবস্থানকারী বহিরাগতদের ঠেকাতে সোমবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত হলটিতে অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হলের বেশকিছু কক্ষে অবৈধ শিক্ষার্থী অবস্থান করে এমন অভিযোগে বিকেলে হল প্রশাসনের উপস্থিতিতে ঘণ্টাব্যাপি অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এ সময় বৈধ শিক্ষার্থী পাওয়া না যাওয়ায় ১৮ টি কক্ষ সিলগালা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী।

তিনি বলেন, সোহরাওয়ার্দী হলের কয়েকটি কক্ষে অবৈধ শিক্ষার্থী অবস্থান করে এমন অভিযোগে আমরা হলে অভিযান পরিচালনা করি। এ সময় বৈধ শিক্ষার্থী না থাকায় বেশ কয়েকটি কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অন্যান্য হলেও পরিচালনা করা হবে।

উল্লেখ্য- গত ২৮ ফেব্রুয়ারী চবি ক্যাম্পাসে সর্বশেষ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়।