অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে ইসলামী ফ্রন্টের সাথে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে আহত ২৫

0
14101666_1782520541963473_250719263_n
ফটিকছড়িতে সংর্ঘষে আহতদের কয়েকজন।

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি ধর্মীয় সংগঠনের (কওমী-সুন্নি) সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার নানুপুর-রোসাংগিরি সড়কের জমিরিয়া ইন্টান্যাশনাল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতদের কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনো উত্তেজনাবিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংর্ঘষের নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক নাজমুল আলম।

14159932_1782520498630144_1963015672_n
ফটিকছড়ি স্বাস্থ কেন্দ্রে চিকিৎসাধীন এক ছাত্রসেনা কর্মী।

স্থানীয় সুত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ৭/৮টি চাঁদের গাড়ী (জিপ) যোগে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা উপজেলা দক্ষিন ফটিকছড়ি থেকেনাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত একটি সমাবেশে যাচ্ছিল। ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সমাবেশেটি অনুষ্ঠিত হয়। তাদের বহনকারী গাড়ী বহরটি নানুপুর-রোসাংগিরি সড়কের জমিরিয়া মাদারাসার সামনে পৌছলে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, জমিরিয়া মাদরাসার পরিচালক মাওলানা বেলাল (৪৫), জসিম উদ্দিন (৩৫),শওকত (২৮),জুনায়েদ (১৫),জাহাঙ্গীর (৪৫) সহ অন্তত ১০ জন।

ইসলামী ফ্রন্টের মোস্তফা (২৩),নওশাদ ইসলাম (২৪),নিশাত(২০),নজিবুল হক (২৫),ফয়েজ (৩৫),আবীর(২৫),শাহজাহান (২৬),জাহেদ (২২)সহ ১৫ জন। আহতদের কেউ কেউ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বাকীদের কাউকে ফটিকছড়ি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

14111931_1782521178630076_1565673731_n
ইসলামী ফ্রন্টের নেতাকর্মীদের বহনকারী এসব ছাদের গাড়ি (জীপ) ভাঙচুর করা হয়।

জমিরিয়িা মাদ্রাসার পরিচালক মাওলানা শিহাব পাঠক ডট নিউজকে জানান, ৭/৮ টি চাঁদের গাড়ী যোগে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা উপজেলার ঢালকাটা, মো. তকিরহাট, মধ্যম খিরাম থেকে পূর্ব পরিকল্পিতভাবে মাদারাসার গেইটের সামনে গিয়ে আপত্তিকর শ্লোগান দিতে থাকে। এসময় মাদ্রাসার ছাত্ররা ঘুমাচ্ছিল। তাদের অনবরত শ্লোগান শুনে মাদরাসার এক ছাত্র গেইটে এসে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা মাদরাসার ভিতওে প্রবেশ কওে সবাইকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে তারা মাদরাসার পরিচালক বেলালকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

14152236_1782520405296820_521058762_o
অাহত জমিরিয়িা মাদ্রাসার পরিচালক মাওলানা বেলাল।

এসময় ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার সময় বেলাল ছাড়াও আরো অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবী করেন তিনি। এর পর খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী প্রতিরোধে এগিয়ে এলে হামলা কারীরা চারটি চাঁদের গাড়ী ফেলে চলে যায়। মাওলানা শিহাব বলেন বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে ইসলামী ফ্রন্ট যুবসেনার সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবির ফয়েজ পাঠক ডট নিউজকে বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে চাঁদের গাড়ী যোগে নাজিরহাট সমাবেশে যাচ্ছিলাম। নানুপুর জমিরিয়া মাদরাসার গেইটের সামনে পৌছা মাত্রই মাদ্রাসার উপর থেকে ছাত্ররা ইট মারতে থাকে। এতে আমাদের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তিনি জানান, মাদরাসার ছাদ থেকে ইট নিক্ষেপ করার  প্রতিবাদ করতে গেলে আমাদের নেতাকর্মীরা  হামলার শিকার হয়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার (এসআই) ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনার পর পরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, সহকারী পুলিশ সুপার হাটহাজারী সার্কেল লুৎফুর রহমান,এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান গনি বাবুসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে দাবী করে তিনি বলেন, যাতে করে আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন।